থাকতে পারলে তবেই এসো..!! 👀কারণ এখনকার সময়ে একটা মানুষকে কিছু সময়ের জন্য ভালো লাগতে পাড়ে 🙃তোমার কাছে হয়তো ভালোলাগা থেকে ভালোবাসা নাও হতে পারে 🤷🏼♂️কিন্তু সে হয়তো তোমার ভালোলাগা থেকে তোমাকে ভালোবাসতে শুরু করতে পাড়ে 😌❤️তুমি হয়তো হুট্ করে ছেড়ে চলে যেতে পারবে 🙃কিন্তু তোমাকে যে ভালোবাসতে শুরু করেছে.. সে কিন্তু তোমাকে ভুলতে পারবে না 😊তোমার জীবন হয়তো আবার কেউ রঙিন করে তুলবে 🙃কিন্তু এটা মনে রেখো তোমাকে ভালোবাসার কারণে সে তার নিজের জীবনও দিয়ে দিতে পাড়ে..🙂 সব শেষে একটা কথায় বলবো... থাকতে পারলে তবেই এসো..!!🌼
সে তোমাকে ভালোবাসিনি বলে ভেবো না.. যে তুমি ভালোবাসার যোগ্য না🙃 নিজেকে কোনো সময় কম ভেবো না 🙃 প্রেমিক/প্রেমিকা ছেড়ে গেছে বলে নিজেকে শেষ করার চিন্তা ভাবনা না করে 😒 নিজেকে এমন ভাবে তৈরী করো যাতে যে ছেড়ে গেছে সেও পরে তোমাকে দেখে আপসোস করে 😙🤟🏻 হ্যা মন থেকে ভালোবেসে থাকলে হয়তো ওতো তাড়াতাড়ি ভোলা যায় না 😌 তো কি হয়েছে ভোলাবার জন্য বন্ধুরা আছে তো 😁 নতুন gf খুঁজে পটাও দেখবে একবার পটে গেলে তার কথা আর মনে পড়বে না 😁 জানি ওতো সহজ না ভালোবাসার মানুষটিকে হারিয়ে 💔আবার নতুন করে কাউকে ভালোবাসা... 😅 তবুও চেষ্টা করতে দোষ কি??? 😁 তাই বলে প্রেমের জন্য নিজের ক্যারিয়ারটা নষ্ট করো না 🙃 সব শেষে একটা কথায় বলবো, আগে নিজের ক্যারিয়ার বানাও তারপর প্রেম নয় ভালোবাসা নিজেই তোমার কাছে আসবে 🙃❤️😌